close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রিয়াল মাদ্রিদে আসছেন আর্জেন্টাইন তরুণ ফুটবলার

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার ১৭ বছর বয়সী বিস্ময়বালক ফ্রাঙ্কো মাস্তানতুনো।
দলবদল বিষয়ক ইতালির খ্যাতিমান ও বিশ্বাসযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এই তথ্য নিশ্চিত করেছেন।..

রোমানোর মতে, ইতোমধ্যেই রিয়াল মাদ্রিদকে "হ্যাঁ" বলে দিয়েছেন ফ্রাঙ্কো। বর্তমানে স্প্যানিশ জায়ান্টরা তাকে দলে নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করার দিকেই মনোযোগ দিচ্ছে।

তবে বিষয়টি এত সহজ নয়। ফ্রাঙ্কোকে দলে টানার প্রতিযোগিতায় ছিল ফ্রান্সের আরেক বড় ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। রিয়ালের সঙ্গে যোগাযোগ চলাকালেই পিএসজির কোচ লুই এনরিক ফ্রাঙ্কোর সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। তবুও তরুণ এই আর্জেন্টাইন বেছে নিয়েছেন সান্তিয়াগো বার্নাব্যুকে।

ফ্রাঙ্কোর রিলিজ ক্লজ ধরা হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো, তবে ইউরোপীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, রিয়াল এই মূল্য কিছুটা কমানোর চেষ্টা করবে।

রিয়াল মাদ্রিদ চাইছে আগামী মৌসুমের শুরু থেকেই তাকে দলে পেতে। তবে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ফ্রাঙ্কো নিজে চায় ক্লাব বিশ্বকাপে রিভার প্লেটের হয়ে খেলে তারপর রিয়ালে যোগ দিতে। ইতোমধ্যে তার ক্লাব ও ম্যানেজারের পক্ষ থেকেও রিয়াল মাদ্রিদকে এই অনুরোধ জানানো হয়েছে।

রিভার প্লেটের হয়ে অনূর্ধ্ব-২০ পর্যায়ে খেলার পর গত বছরের শুরুতে মূল দলে অভিষেক হয় ফ্রাঙ্কোর। এখন পর্যন্ত তিনি ক্লাবটির হয়ে ১০ ম্যাচে ৩টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন। অ্যাটাকিং মিডফিল্ডে নতুন বৈচিত্র্য আনতে এই তরুণ প্রতিভাকে দলে টানতে বেশ আগ্রহী রিয়াল মাদ্রিদ।

Tidak ada komentar yang ditemukan