close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রেন্টু চাকলাদার ও তার স্ত্রী সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু , তার স্ত্রী শামীমা শারমিন এবং পুত্র সায়েদ আনান চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত..

সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু , তার স্ত্রী শামীমা শারমিন এবং পুত্র সায়েদ আনান চাকলাদারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত । দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৯ মে) যশোরের সিনিয়র স্পেশাল জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। বিষয়টির নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অনুসন্ধান আবেদনে জানানো হয়, রেন্টু চাকলাদার ও তার পরিবার সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন।এ বিষয়ে তদন্তের জন্য দুদকের সহকারী পরিচালক আল-আমীনকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় কমিশনের প্রধান কার্যালয়। অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনই দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহে মারাত্মক বাধা সৃষ্টি করতে পারে।

এই প্রেক্ষিতে দুদকের পক্ষে তিনি কমিশনের প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে এই নিষেধাজ্ঞা আরোপের আবেদন করেন। বিচারক তা মঞ্জুর করেন।

Nenhum comentário encontrado


News Card Generator