রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন যশোর শিল্পকলা একাডেমিতে..

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।..

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।

সম্মানিত আলোচক ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসমান টুকুন।প্রধান আলোচক ছিলেন লেখক ও গবেষক বেনজিন খান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন এনসিপির যশোরের প্রতিনিধি নুরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ এবং যশোর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবুল হাশিম রেজা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tidak ada komentar yang ditemukan