close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাউজানে আধিপত্যের লড়াই থেকে রক্তপাত: আবদুল হাকিম হত্যায় নতুন মোড়..

Nezam Uddin avatar   
Nezam Uddin
বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়েই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। টাকার বিনিময়ে ভাড়াটে খুনিদের ভাড়া করা হয়েছিল।”..

চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীর পাড়ের বালুমহাল নিয়ন্ত্রণ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কর্মী আবদুল হাকিমকে (৫২) টাকার বিনিময়ে ভাড়াটে খুনিদের দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বালুমহাল সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এতে অংশ নেয় স্থানীয় দুই সন্ত্রাসী গ্রুপ।

গত ৭ অক্টোবর বিকেলে হামিম অ্যাগ্রো ফার্ম থেকে ফেরার পথে মদুনাঘাট ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা আবদুল হাকিমের গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই তিনি নিহত হন, চালক গুলিবিদ্ধ হয়ে আহত হন।

পুলিশ জানায়, তদন্তে উঠে এসেছে পরিকল্পিত হত্যার তথ্য। এ ঘটনায় ইতোমধ্যে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে ৩১ অক্টোবর আবদুল্লাহ খোকন গ্রেপ্তার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে মারুফ, সাকলাইন ও জিয়াউর রহমানসহ আরও কয়েকজন ধরা পড়ে।

সাকলাইনের দেওয়া তথ্যে পুলিশ উদ্ধার করে একনলা বন্দুক, একটি এলজি ও হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল।

হাটহাজারী সার্কেলের এএসপি তারেক আজিজ বলেন,
“বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়েই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। টাকার বিনিময়ে ভাড়াটে খুনিদের ভাড়া করা হয়েছিল।”

তিনি আরও জানান, ঘটনায় জড়িত ১০–১২ জনের পরিচয় শনাক্ত হয়েছে, তাদের ধরতে অভিযান চলছে।

ঘটনার পর থেকে রাউজানের বাগোয়ান ও নোয়াপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বালুমহাল নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বই এই হত্যার মূল কারণ।

সূত্র: চট্টগ্রাম জেলা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি, ৬ নভেম্বর ২০২৫।

Geen reacties gevonden


News Card Generator