বুট পরে নামুন”—রাজধানীর বুকে কাদার রাজত্ব আব্বাস উদ্দিন লেনে
সুমন হাওলাদার
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫
রাজধানী ঢাকার বাড্ডা বাগানবাড়ির আব্বাস উদ্দিন লেনে প্রবেশ করতে চাইলে প্রস্তুত হয়ে নিন—পা-জোড়া বুট পরে, নইলে কাদার সমুদ্রে ডুবে যাওয়ার ভয় একেবারে সত্যি হয়ে উঠতে পারে।
এই এলাকাটি যেন নাগরিক সুবিধার বাইরে থাকা এক বিচ্ছিন্ন দ্বীপ। উন্নয়ন বলতে কিছু নেই, আর বর্ষা এলেই দুর্ভোগ পৌঁছে যায় চরমে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি রূপ নেয় কাদা-নদীতে, যার মাঝে দিয়ে পথচারীরা হাঁটেন প্রাণ হাতে করে।
এলাকার এক দোকানদার মজা করে বলেন, “কাস্টমার তো দূরের কথা, নিজের দোকানে যাওয়ার জন্যই লাইফ জ্যাকেট লাগবে মনে হয়। ভাবছি লাইফ জ্যাকেট আর বুট জুতা বিক্রি শুরু করি!”
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রিকশা চালকরা এই পথে যেতে ভয় পান। এমনকি Uber অ্যাপেও ঠিকানা দিলে অনেক সময়ই ‘ডেসটিনেশন আউট অব দ্য ওয়ার্ল্ড’ টাইপের বার্তা আসে বলে অভিযোগ রয়েছে।
শিক্ষার্থীদের অবস্থা আরও করুণ। সকালে স্কুলে যাওয়ার আগে তাদের হাতে বইয়ের বদলে দেখা যায় বালতি। কারণ, আগে রাস্তার কাদা পরিষ্কার করতে হয়, তারপর স্কুলে পৌঁছানো যায়।
এলাকাবাসী জানিয়েছেন, প্রায় সাত-আট বছর ধরে রাস্তাটির এই দুরবস্থা চলমান। অভিযোগের পর অভিযোগ করেও মেলেনি কোনো স্থায়ী সমাধান।
“উন্নয়ন যদি চাঁদে হয়, তাহলে আমরা মঙ্গল গ্রহে আছি,”—বললেন এক হতাশ বাসিন্দা।
তিনি আরও বলেন, “ঢাকায় বাস করলেও নাগরিক সুবিধা আমাদের কাছে স্বপ্নের মতো। কেউ অন্তত একটা কাঠের নৌকা দিলেই হয়, যাতে আমাদের শিশুরা স্কুলে অন্তত সময়মতো পৌঁছাতে পারে।”
এলাকাবাসীর এখন একটাই দাবি—এই ভোগান্তি থেকে যেন অবিলম্বে মুক্তি দেওয়া হয়, এবং আব্বাস লেন যেন সত্যিকার অর্থেই রাজধানীর অংশ হয়ে উঠতে পারে, শুধুমাত্র মানচিত্রে নয়, বাস্তবেও।