রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির..

Abdul Aziz avatar   
Abdul Aziz
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম যার যার বাংলাদেশটা হোক সবার। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের বসবাস নিশ্চিত করতে চাই। দেশ আমাদের সবার, সুতরাং এই দেশে আমরা সব ধর্ম..

সাড়ে পনেরো বছর আমাদের উপর অনেক জুলুম-নির্যাতন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে কে যাবে না যাবে এই ফয়সালা আল্লাহ করবেন। যাদের জন্য ফয়সালা হবে মানুষের অন্তরে আল্লাহ ভালোবাসা ও আস্থা তৈরি করে দিবেন।

 

এটা জোর করে নেওয়ার বিষয় নয়। যারা জোর করে নেয় তারা অপমান অপদস্ত হয়। আমরা ওই অপদস্তের শিকার হতে চাই না। মানুষ যদি স্বেচ্ছায় ভালোবেসে আমাদের দায়িত্ব দেয় আল্লাহর ইচ্ছায় তাহলে চেষ্টা করবো দল, ধর্মের ব্যবধানের ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষের উপরে ইনসাফ করার।

একজাতের ফুলে বাগান হয় না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সব ধর্মের লোকদের নিয়ে আমরা বহুজাতের ফুল দিয়ে বাগান গড়বো। গত ৫ আগস্টের পরে সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজায় নাশকতার আশঙ্কায় আমাদের দলের কর্মীরা মন্দির পাহারা দিয়েছে। সেটা কোন রাষ্ট্রীয় দায়িত্ব ছিলো না, নৈতিক দায়িত্ব হিসেবে পাহারা দেয়া হয়েছে। হিন্দু ভাইয়েরা যতদিন প্রয়োজন মনে করেছেন, আমাদের কর্মীরা ততদিন তাদের পাশে ছিলেন।

কেন মসজিদ, মন্দির, গীর্জা পাহারা দিতে হবে? আগামীতে কোনরূপ পাহারা ছাড়াই আপনারা পূজা উদযাপন করবেন। আগামীতে কোন জালিম যদি জুলুম করে তাহলে আপনারা প্রতিবাদ ও প্রতিরোধ করবেন। আপনাদের সাথে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো।

সংবাদ প্রেরক 

আব্দুল আজিজ 

জেলা প্রতিনিধি 

01641798986

Комментариев нет