close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রায়পুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
রায়পুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রিপোর্ট মেহেদী হাসান: নরসিংদীর রায়পুরা উপজেলায় বজ্রপাতে ইব্রাহিম হোসেন (৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন ওই এলাকার মৃত আব্দুল মোতালিবের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে বৃষ্টির পূর্ব মুহূর্তে ইব্রাহিম ফসলী মাঠে ধান কাটতে যান। হঠাৎ বজ্রপাত শুরু হলে একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত ঘটে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরবর্তীতে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বজ্রপাতে এক কৃষকের প্রাণহানির ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।”

Không có bình luận nào được tìm thấy