close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত— ২

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও।। রাণীশংকৈলে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৫) নামে এক কাঠ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে রাণীশংকৈল— হরিপুর সড়কের হাড়িয়া নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন। নিহত তপন রায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের রনজিৎ রায়ের ছেলে। আহতরা হলেন বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে শ্রী ফুল (২০) ও হরিপুর উপজেলার পতনডোবা গ্রামের আব্দুস সামদের ছেলে আব্দুল আলীম (২২)। স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া নামক স্থানে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তপনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত অবস্থায় ২ জনকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা বেগতিক হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেলে রেফার্ড করেন। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Geen reacties gevonden