close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রানীশংকৈলে রামরায় কে পর্যায়ক্রমে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা ইউএনও,র।..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রানীশংকৈলে রামরায় কে পর্যায়ক্রমে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা ইউএনও,র।

রানীশংকৈল প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রশাসনের এ কর্মকর্তা ইউএনও’র পাশাপাশি এ..

 

 

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রশাসনের এ কর্মকর্তা ইউএনও’র পাশাপাশি একাধারে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের প্রশাসক,সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, স্কুল-কলেজ-মাদরাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন ফাইলে চোখ রাখা, স্বাক্ষরের পর স্বাক্ষর,সভা সেমিনার,জনদূর্ভোগের অভিযোগ দিনভর এসব সামাল দেন তিনি। কিন্তু দিন শেষে তার ঠিকানা হয় রাণীসাগর (রামরায়) নেচার পাকে। সেখানে তিনি ইউএনও নন মনে হয় একজন ঠিকাদার অথবা শ্রমিক। সোমবার (৪ আগষ্ঠ) রাণীসাগর (রামরায়) নেচার পার্কে গিয়ে দেখাযায় বসানো হচ্ছে প্যান্ডেল বোট,শিশুদের বিভিন্ন রকমারি খেলনার আইটেম।

শীত মৌসুমে প্রতিবছর এদিঘীতে অতিথি পাখি আসে আর পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠে পুরো এলাকা। এজন্য এবার পাখির বাসা তৈরিতে ৩শ মাটির হাড়ি টাংঙ্গানো হয়েছে বিভিন্ন গাছে। সেখানে বৃষ্ঠির পানিও জমবেনা, পাখির বংশবিস্তারে যেমনি সহায়তা হবে তেমনি তৈরি হবে পাখির অভয়াশ্রম। এবার বিভিন্ন প্রজাতির ১হাজার গাছ রোপন করেছে উপজেলা প্রশাসন।

এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান বলেন, রামরায়ের উন্নয়নটা করা হচ্ছে পরিবেশ ঠিক রেখে। পর্যটকদের জন্য তৈরি করা হচ্ছে খাবারের দোকান,ফটো কর্ণার,শিশুপার্ক,পানিতে নৌকা,প্যান্ডেল বোর্ড যেখানে মানুষ উঠবে। পাখি দেখবে,গাছ দেখবে। তবে এটা আমাদের ডাইনামিক প্লান,এজন্য টুরিজম বাড়বে। তিনি আরো বলেন রাণীসাগর (রামরায়)কে পর্যায়ক্রমে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ঢেলে সাজানো হবে।

Không có bình luận nào được tìm thấy