close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে ইয়াবাসহ মাদক কারবারি আটক

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

নিজস্ব প্রতিবেদক ,ঠাকুরগাঁও।।

রাণীশংকৈলে ৩১ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পদমপুর হাজীমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। শফিকুল ইসলাম উওরগাঁও গ্রামের মৃত ময়েজ মন্ডলের ছেলে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

Geen reacties gevonden