close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে হতদরিদ্র ভ্যান চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ..

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রাণীশংকৈলে হতদরিদ্র ভ্যান চালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু


রানীশংকৈল প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল‌‌‌ উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের সুন্দরপুর..

 

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল‌‌‌ উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে শাহাজামাল নামে এক অটো ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ৮ঃ৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শাহাজামাল বাকসা সুন্দরপুর এলাকার মৃত নগর আলীর ছেলে। তিনি পেশায় অটো ভ্যানচালক ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, শাহাজামাল রাতে নিজের অটো ভ্যানটি চার্জে দিয়েছিলেন সোমবার সকালে অটো ভ্যানটির চার্জার খুলে বাসায় অন্য রুমে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে ও সাবধানতার কারণে বিদ্যুৎপৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

کوئی تبصرہ نہیں ملا


News Card Generator