২১ শে মে বুধবার দুপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে ভুবন আলীর পুত্র ৩ সন্তানের জনক আলতাফুর রহমান (৫৫) বজ্রপাতে মারা যায়।
এপ্রসঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম বলেন, মৃত একজন ব্যক্তি জরুরি বিভাগে এসেছিল, সে বজ্রপাতে মারা গেছে না হ্যাটস্টকে মারা গেছে তা সঠিকভাবে জানা যায় নি।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			