close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে ভূমি অফিসের নামজারি করতে লাগে ১৬ হাজার টাকা-লেনদেনের ভিডিও ভাইরাল..

abul hasan avatar   
abul hasan
নামজারি করতে লাগবে ১৬ হাজার টাকা। তাই পুরো টাকা গুনে নিচ্ছেন সার্ভেয়ার আবুল কালাম আজাদ।..

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভুমি অফিসে যোগদানের পর থেকে এলাকায় গড়ে তুলেছেন সিন্ডিকেট। মোটা অংকের টাকা ছাড়া কোন কাজ করেন না তিনি। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী টাকা দেওয়ার ভিডিও ধারন করলে সিন্ডকেটের মুল হোতা সার্ভেয়ার কে কিছু গণমাধ্যম কর্মী  কৌশল অবলম্বনের পরামর্শ দেন যে এটা নিছক একটি হাওয়ালতের (ধার) টাকা।  বাস্তবে দেখা যায় অফিসের চেয়ারে বসেই ৫'শ ও এক হাজার নোট গুনে গুনে নিচ্ছেন  উপজেলার ভুমি অফিসের কর্মরত সার্ভেয়ার আবুল কালাম আজাদ। উল্লেখ্য, সার্ভেয়ার আবুল কালাম আজাদ এ উপজেলায় গত ২০ নভেম্বর ২০২৩ খ্রি.যোগদান করেন তিনি। 

এবিষয়ে সার্ভেয়ার আবুল কালাম জানান, টাকা নেওয়ার ভিডিওটি ঘুষের নয় । ওই টাকাগুলো ধার দেনার টাকা। 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফিউল মাজলুবিন রহমান -সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত) এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে জেলা প্রশাসক ইশরাত ফারজানা মুঠোফোনে জানান, ভূমি অফিসের সেই টাকা লেনদেনের ভিডিও টি দেখেছি, অফিস খোলার পরে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Aucun commentaire trouvé


News Card Generator