close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

সংবাদদাতা ঠাকুরগাঁও।।

রাণীশংকৈলে "সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউএনও'র প্রতিনিধি ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রুপম চন্দ্র মহন্ত সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামী নাইবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোনায়েম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম ও ছাত্রনেতা তারেক মাহামুদ প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। সবাই একযোগে কাজ করলে দুর্যোগের ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। অনুষ্ঠান শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।

 

 

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator