close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈলে ৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা সেবা উত্তরনের চেষ্টা..

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

নিজস্ব সংবাদদাতা।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। লোকবল বেশি হওয়ায় ৫০ শয্যার হাসপাতাল টিতে মাঝে মাঝে চিকিৎসা সেবা প্রদানে চিকিৎসকদের ভোগান্তিতে পড়তে হয়। প্রধান সমস্যা জনবল শংকট। এসবের মাঝেও এই হাসপাতালটির বহির বিভাগে সকাল থেকে যথারীতি নিয়মে টিকিটের মাধ্যমে রোগীরা স্বাস্থ্য সেবা পাচ্ছেন। জরুরী বিভাগেও আগের থেকে চিকিৎসা সেবার মান বেড়েছে।

জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা আব্দুর রাজ্জাক জানান আগের চেয়ে অনেকাংশে চিকিৎসা সেবা ভালো পাচ্ছেন। আগে বিভিন্ন ডায়াগনস্টিক ও কম্পানির প্রতিনিধিরা বিরক্ত করতো এখন সেটি নেই।

ভর্তিরত রোগীরা জানান, হাসপাতালে এখন চিকিৎসা সেবা পূর্বের চেয়ে অনেক ভালো। খাবারের মান আগের থেকে পরিবর্তন হয়েছে। হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা এখন আগের চেয়ে  অনেক ভালো হয়েছে।

আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ৩০ জন চিকিৎসক থাকার কথা সেখানে রয়েছে মাত্র চারজন। জনবল কম থাকার পরেও স্বাস্থ্য সেবা উত্তরণের জন্য যথাযথ তদারকির মাধ্যমে হাসপাতালটির ৫০ শয্যা স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে উত্তরণের চেষ্টা চালাচ্ছেন। হাসপাতালটির বহির বিভাগে প্রতিদিন ৩ থেকে ৪'শত মানুষ চিকিৎসা গ্রহণ করছেন। ওষুধের কোনো ঘাটতি নেই। চিকিৎসা ভেদে কিছু ওষুধ বাহিরে থেকে কিনতে হয়।

कोई टिप्पणी नहीं मिली