৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রানীশংকৈল উপজেলা বিএনপির বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ হয়ে শিবডিগি ঘুরে থানা পযর্ন্ত এসে উপজেলা পরিষদ চত্বরে দিয়ে বন্দর চৌরাস্তায় শেষ হয়। এতে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এসময় র্যালি থেকে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
পরে সংক্ষিপ্ত পথসভায় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার বলেন, ‘চূড়ান্ত বিজয় এখনও আসেনি। ১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য লড়ছি। গুম-খুনের শিকার হয়েছি। এখন দরকার একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যেখানে ভোটের মাধ্যমে সরকার গঠনের মধ্য দিয়ে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।’তিনি বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিহত সকল শহিদেরকে স্মরণ করেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান । তিনি বলেন ২ হাজার শহিদের রক্তের বিনিময়ে আমরা এই দিনে ফ্যাসিবাদী হাসিনাকে পালাতে বাধ্য করি। পৌর বিএনপির সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক, মহসিন আলী, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব আকতারুল ইসলাম আকতার, সাধারণ সম্পাদক পদপ্রাথী, মুক্তারুল ইসলাম মুক্তার, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি, মাহবুব, ৯নং ওয়ার্ডে সভাপতি, মনসুর, আব্দুল রহমান, সকল জনগন।