close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রাণীশংকৈল থেকে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারসহ আটক-১

আব্দুল্লাহ আল নোমান avatar   
আব্দুল্লাহ আল নোমান
****

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও।।

রাণীশংকৈল উপজেলা থেকে চুরি হওয়া তিনটি ট্রান্সফরমারসহ শহিদুল ইসলাম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোর ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার কাহারোল এলাকা থেকে ট্রান্সফরমারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম রংপুর বদরগঞ্জ থানার মুন্সিপাড়া এলাকার মিনহাজুল আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, চুরি যাওয়া ট্রান্সফরমার গুলো ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে গোপন সংবাদের ভিত্তিতে কাহারোল ও বীরগঞ্জ থানার সহযোগিতায় রাণীশংকৈল থানা পুলিশ অভিযান চালিয়ে ভোর ৬ টার দিকে কাহারোল এলাকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এরা চোর সিন্ডিকেটের মুল হোতা। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

 

 

 

لم يتم العثور على تعليقات