close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

রানীশংকৈল পুলিশের হেফাজতে ছাগল আটক।

হাসিনুজ্জামান মিন্টু,, avatar   
হাসিনুজ্জামান মিন্টু,,
রানীশংকৈল পুলিশের হেফাজতে ছাগল আটক।

রানীশংকৈল প্রতিনিধি,,
হাসিনুজ্জামান মিন্টু,,

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় আটক করা হয়েছে একটি ছাগল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, প্রকৃত মা..

রানীশংকৈল পুলিশের হেফাজতে ছাগল আটক।

রানীশংকৈল প্রতিনিধি,,

হাসিনুজ্জামান মিন্টু,,, 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় আটক করা হয়েছে একটি ছাগল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, প্রকৃত মালিককে খুঁজে পেলে ছাগল ফেরত দেওয়া হবে।

 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা পরিষদের সন্নিকটে আব্দুস সালাম মধুর একটি ছাগল (বকরি) হারিয়ে যায়। হারানোর ১৭দিন পর ছাগলের মালিক খোঁজ পায় যে ছাগলটি থানায় আটক রয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ জুন) ছাগলের মালিক আব্দুস সালাম মধু বলেন, (৩ জুন) আমার একটি ছাগল উপজেলা পরিষদ ক্যাম্পাসে গেলে ইউএনও’র আনসার বাহিনী’র সদস্যরা ১৫দিন ধরে ছাগলটিকে আটক করে রাখেন। বিষয়টি ইউএনও’স্যারকে অবহিত করলে তিনি ছাগলটিকে থানায় হস্তান্তর করেন। থানায় সাবেক কাউন্সিলর ফজলুসহ একাধিকবার যোগাযোগ করা হলে ছাগলটিকে থানা পুলিশ ছেড়ে দেয়নি।

 

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, ছাগলের একাধিক মালিক দাবিদার থাকায় তা দেওয়া যায়নি। প্রকৃত মালিক পেলে ছাগলটি তার কাছে হস্তান্তর করা হবে।

No comments found


News Card Generator