রানীশংকৈল বিদ্যুতের মেইন লাইন এর তার ছিডে বিদ্যুৎ স্পৃস্ঠে..৫ জন.. শিশু আশংকা জনক।
রানীশংকৈল প্রতিনিধি,,,
হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁওয়ে গ্রামে পল্লী বিদ্যুতের মেইন লাইন এর তার ছিডে বিদ্যুৎ স্পৃস্ঠে..৫ জন.. শিশু আশংকা জনক অবস্থায় দিনাজপুর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বৈদ্যুতিক শক লেগে ৫ জন শিশু আহত হয়।
এঘটনায় গুরুতর আহত ৪ জন শিশুকে
উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় বিদ্যুতের মেইন লাইনের ছেঁড়া তারে বৈদ্যুতিক শক লেগে আহত হয় তাঁরা।
আহতরা হলেন ওই এলাকার
১। নিরব (১২)
পিতা: ফারুক
২। কোরবান (১৩)
পিতা: শফিকুল
৩। আলিফ (১৩)
পিতা : আবুল কালাম
৪। অভি (১৩)
পিতা: আনোয়ার
৫। আশিক (১৩)
পিতা: একরামুল