রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

Md Sahadat Hossain avatar   
Md Sahadat Hossain
রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় সুবেদার..

রাঙ্গুনিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাজীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় সুবেদার বাড়ি এলাকার সৌদিয়া প্রবাসী আবুল বয়ানের ছেলে মো. আয়ান (৪) ও একই এলাকার প্রবাসী আব্দুল হান্নানের ছেলে আহাম্মদ (৫)।

স্থানীয় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গাজী মোহাম্মদ এনাম জানান, শিশু দুটি সবসময় একসাথে খেলাধুলা করতো। খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নামলে সবার অগোচরে তারা তলিয়ে যায়। পাশের এক গৃহবধূ পুকুরে নামলে তাদের নিথর দেহ ভাসতে দেখেন৷

পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

没有找到评论