রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন

Nezam Uddin avatar   
Nezam Uddin
১২ই মে সোমবার  চট্টগ্রাম জেলাার রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী সদরে প্রেস ক্লাবের  জরুরি সভা শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম বুরোচীপ এবং বৈষম্য বিরোধী রাঙ্গু..

 চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের নিয়ে বৈষম্য বিরোধী  রাঙ্গুনিয়া প্রেসক্লাবের কমিটি গঠিত  হয়েছে।

১২ই মে সোমবার  চট্টগ্রাম জেলাার রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী সদরে প্রেস ক্লাবের  জরুরি সভা শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক যায়যায়দিনের চট্টগ্রাম বুরোচীপ এবং বৈষম্য বিরোধী রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক ইব্রাহীম খলিল এর সাক্ষরিত ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি এবং ৫ জন সাধারণ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।  । এতে দৈনিক বাংলাদেশ  সমাচারের বিশেষ  প্রতিনিধি  মোহাম্মদ আজিজুল ইসলামকে  সভাপতি, ঢকা টাইমস এর প্রতিনিধি  রাহাত উল্লাহ  মামুন কে সিনিয়র সহসভাপতি, দৈনিক জনবানী প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিসকে   সহ-সভাপতি,  দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি মোহাম্মদ মন্জুরুল ইসলামকে সাধারণ সম্পাদক, ,  দৈনিক আজকের চট্টগ্রাম ও দৈনিক ঢাকা প্রতিনিধি জাকেরুল ইসলামকে যুগ্ন সাধারণ সম্পাদক,ডেইলি অবজারভার ও দৈনিক আনন্দ বার্তা প্রতিনিধি  মোহাম্মদ নেজাম উদ্দীনকে  সাংগঠনিক সম্পাদক, দৈনিক নতুন দিন প্রতিনিধি কামরুল ইসলামকে   অর্থ সম্পাদক, দৈনিক বায়োজিত  প্রতিনিধি মুজিবুল্লাহ আহাদকে   দপ্তর সম্পাদক, চট্টলা কণ্ঠ  প্রতিনিধি মোহাম্মদ মোরশেদুল আলমকে  প্রচার সম্পাদক,  দৈনিক আমার বাংলার প্রতিনিধি আজিম উদ্দীন লাভলু,  আলোকিত পাহাড়ে প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ,  দৈনিক বাংলাদেশ সমাচারের মোহাম্মদ জসিম কে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি অনিরুদ্ধ অপু, যায়যায়দিনের প্রতিনিধি মীর খান মামুন, দৈনিক আশ্রয় প্রতিদিন  প্রতিনিধি নাজিমুদ্দিন,  দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন ও প্রথম প্রহর প্রতিনিধি  মোহাম্মদ মীর জাহেদ জুলহাজ ও নন্দিন টিভির প্রতিনিধি মহি উদ্দীন কে সাধারণ সদস্য করে  ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।

Tidak ada komentar yang ditemukan