close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রামপালে জমির দখল নিয়ে দুই পক্ষের বিরোধে ভূমি অফিসে লিখিত অভিযোগ..

আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি avatar   
আসাদুজ্জামান শেখ সোবহান, জেলা প্রতিনিধি
****
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে নালিশী জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় জমির প্রকৃত মালিকানা রক্ষার দাবিতে ভুক্তভোগী পক্ষ ভূমি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আলেয়া বেগম ও সালেহা বেগম অভিযোগে জানান, তাদের পৈতৃক সম্পত্তি প্রতিপক্ষ মোহাম্মদ আলী শেখ ও সোয়াইন শেখ জোরপূর্বক দখল করে নিয়েছেন। অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষগণ দলবদ্ধভাবে নানা চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে উক্ত জমিতে জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে।
 
তাদের দাবি, ওয়ারেশ সূত্রে প্রাপ্ত জমির বিআরএস খতিয়ান নং ৬৩৭, ৬৩৮, ৩২৪৬, ৩২৫২, ৩৩৫৯, ৩৩৬২, ৩৩৬৫, ৩৩৬৮, ৩৪২৮, ৩৫৩৬, ৩৫৬৮, ৩৫১৯ ও ৩৪২৪— মোট প্রায় ১ একর ৬৬ শতক জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র ছাড়াই জোরপূর্বক ওই জমি দখল করে নেয় বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা আরও জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা ও সালিশ বৈঠকের প্রস্তাব দেওয়া হলেও প্রতিপক্ষ তাতে রাজি হয়নি। বরং তারা নানা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ করা হয়েছে।
 
অভিযোগের বিষয়ে মোহাম্মদ আলী শেখ বলেন, আমার ফুফু সাড়ে ৮ শতাংশ জমি বিভিন্ন দাগ থেকে পাবেন। কিন্তু তারা অতিরিক্ত জমি দাবি করছেন, যা ঠিক নয়।” রামপাল সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
 
Không có bình luận nào được tìm thấy


News Card Generator