close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাজনৈতিক শিষ্টাচার প্রশ্নবিদ্ধ-নতুন প্রজন্ম কী শিখবে: ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান..

Shazzadul Alam Khan  avatar   
Shazzadul Alam Khan
তিনি আরও বলেন “রাজনীতিবিদরা হচ্ছেন সমাজের আদর্শ প্রতিনিধিত্বকারী। কিন্তু আজ কিছু রাজনৈতিক ব্যক্তির ‘অতি বচন’ ও দায়িত্বহীন আচরণ তাদের ব্যক্তিগত ক্যারিয়ার তো ধ্বংস করছেই, সেই সঙ্গে রাজনীতির সৌন্দর্যকেও..

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে কিছু নেতার শিষ্টাচারবহির্ভূত মন্তব্য ও আচরণ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। এই প্রেক্ষাপটে এক বিবৃতিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভালুকা উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠান।

তিনি বলেন “রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা বলে একজন নেতার মুখে অশালীন ভাষা ও অপমানজনক বক্তব্য কাম্য নয়। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শালীনতার জায়গা আজ ক্রমেই হারিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন “রাজনীতিবিদরা হচ্ছেন সমাজের আদর্শ প্রতিনিধিত্বকারী। কিন্তু আজ কিছু রাজনৈতিক ব্যক্তির ‘অতি বচন’ ও দায়িত্বহীন আচরণ তাদের ব্যক্তিগত ক্যারিয়ার তো ধ্বংস করছেই, সেই সঙ্গে রাজনীতির সৌন্দর্যকেও কলুষিত করছে। ভালুকার নতুন প্রজন্মের রাজনীতিবিদরা যদি এসবই দেখে বড় হয়, তাহলে ভবিষ্যতের নেতৃত্ব কোথায় যাবে?”

রিয়াদ পাঠান জোর দিয়ে বলেন “রাজনীতি মানে প্রতিপক্ষকে ধ্বংস করা নয়, বরং গণতন্ত্র, সৌহার্দ্য ও শিষ্টাচার বজায় রেখে মত প্রকাশ করা। আজ যারা এসব মূল্যবোধ বিসর্জন দিচ্ছেন, তারা রাজনীতির চেয়ে নিজের ক্ষতি বেশি করছেন।”

তিনি সবার প্রতি আহ্বান জানান “আসুন, আমরা রাজনীতিকে আস্থার জায়গা বানাই, ব্যক্তিগত আক্রমণ নয়; যুক্তি ও আদর্শ দিয়ে প্রতিযোগিতা করি, বিদ্বেষ ও অপমান দিয়ে নয়।”

Ingen kommentarer fundet


News Card Generator