রাজনৈতিক দলে যোগ দেওয়া নিয়ে আসিফ মাহমুদের পোস্ট: "বেস্ট অপশনটাই চুজ করব"..

Abdullah Al Mamun avatar   
Abdullah Al Mamun
ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতেই ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পদে নিয়োগ পান নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।..

এরমধ্যে নাহিদ ইসলাম গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন।

নাহিদ ইসলামের পদত্যাগের পর থেকে গুঞ্জন ওঠে, তার সহকর্মী আসিফ মাহমুদও শিগগির পদত্যাগ করে এনসিপিতে যোগ দিতে পারেন। বিশেষ করে আসন্ন নির্বাচনের আগে তার পদক্ষেপ নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

তবে আসিফ মাহমুদ পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন,
"এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নেইনি। যখন সময় আসবে তখন দেশের মানুষের জন্য যেটা বেস্ট অপশন বা ভালো মনে হবে, সেখানে যোগ দিতে পারি। ছাত্রদের নতুন রাজনৈতিক দলেই যোগ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।"

এর আগে দেশের একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক সাক্ষাৎকারেও অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে একই সুরে কথা বলতে শোনা যায়।

সেখানে আসিফ মাহমুদ বলেন,
"নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করব, তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব। সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।"

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসিফ মাহমুদের এমন অবস্থান তার ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্তকে ঘিরে আরও কৌতূহল বাড়িয়ে তুলেছে। তিনি কবে, কোন দলে যোগ দেবেন — তা এখন সময়ের অপেক্ষা।

No se encontraron comentarios