close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজনীতি করলে জেল-জুলুম সহ্য করতে হয়-সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ..

Akm Kaysarul Alam avatar   
Akm Kaysarul Alam
এ কে এম কায়সারুল আলম

সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক এমপি নুরুজ্জামান আহমেদকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক দেবী রানী রায়ের আদালতে হাজির করা হয়।

 
শুনানি শেষে বিজ্ঞ বিচারক আসামির কাছে জানতে চান তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় খারাপ আচরণ কিংবা নির্যাতন করা হয়েছে কি না। নুরুজ্জামান আহমেদ বলেন, তার সঙ্গে কোনও খারাপ আচরণ বা নির্যাতন করা হয়নি। 


মামলার তদন্তকারী এসআই মোস্তাফিজ আদালতে জানান, আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সে কারণে নতুন করে রিমান্ডের আবেদন করা হয়নি। 


 আসামিপক্ষে আইনজীবী আদালতে বলেন, আসামি ৭৬ বছর বয়স্ক একজন বৃদ্ধ। তিনি বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তাকে নির্দোষ দাবি করে বলা হয়, তার বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায়। তিনি ঘটনার সময় রংপুরে ছিলেন না। মুন্না হত্যার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। তাছাড়া তিনি ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান এরপর কয়েকবারের এমপি- এরপর তিনি মন্ত্রী ছিলেন। এলাকায় ভীষণ জনপ্রিয়। তার জামিন মঞ্জুর করার জন্য বিচারকের কাছে আবেদন জানানো হয়।

 

এদিকে কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির পরনে বুলেট প্রুফ জ্যাকেট থাকলেও মাথায় পরানো হেলমেট খুলে তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলেন। তাকে হাসিখুশি দেখাচ্ছিল। সে সময় বলছিলেন, রাজনীতি করলে জেল জুলুম সহ্য করতে হয়- সেটা ভাগ্যে থাকলে তিনি মানসিকভাবে প্রস্তুত।

 

 

উল্লেখ্য,  বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত এক ভাগ্নের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট এস এম মুন্না হত্যা মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি তিনি।

لم يتم العثور على تعليقات