close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে : রুমিন ফারহানা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP leader Rumin Farhana slammed today’s politics, saying it has turned into a “dustbin” where educated and dignified women hesitate to enter. She blamed social media, bot accounts, and AI for making ..

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনীতি এমন এক নোংরা পর্যায়ে পৌঁছেছে, যা এখন ডাস্টবিনের মতো। তিনি বলেন, “একজন শিক্ষিতা নারী, যার একটি সম্মানজনক পেশা রয়েছে এবং যে একটি ভদ্র পরিবারের সন্তান—তিনি এই নোংরামির মধ্যে নামবেন কেন? রাজনীতিটা তো এখন একেবারে ডাস্টবিনে পরিণত হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া, বট আইডি এবং এআই-এর ব্যবহার রাজনীতিকে ভয়াবহভাবে দূষিত করেছে।”

তিনি বলেন, “একটা ভদ্র পরিবার থেকে আসা, শিক্ষিত ও মেধাবী মেয়েরা আজ রাজনীতিতে আসতে ভয় পায়। কারণ এখানে এখন অপমান, চরিত্র হনন আর গুজবই বেশি। সমাজে নারীর রাজনীতিতে অংশগ্রহণের পথ আরও কঠিন হয়ে গেছে।”

বিএনপি এ বছর যে ২৩৭ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে নারী মাত্র ১০ জন। বিশ্লেষকরা বলছেন, নারী নেতৃত্ব দিন দিন কমছে। রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্বে ৩৩ শতাংশ কোটা পূরণ করতেও ব্যর্থ হচ্ছে। এই প্রসঙ্গে এক টেলিভিশন টকশোতে রুমিন ফারহানা বলেন, “বড় বড় রাজনৈতিক দলে যোগ্য নারীর অভাব নেই। কিন্তু পুরুষদের তুলনায় তাদের জায়গা সংকুচিত করে রাখা হয়। মাত্র তিন বা চার শতাংশ নারী মনোনয়ন পাওয়া অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “এটা শুধু যোগ্যতার অভাব নয়, বরং রাজনৈতিক পরিবেশটাই এমন যে, নারীরা নিরাপদ বা সম্মানজনক বোধ করেন না। ফলে তারা রাজনীতি থেকে দূরে থাকেন। দলগুলোও তাদের ওপর আস্থা রাখতে চায় না।”

এসময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “বড় রাজনৈতিক দলগুলো ছোট দলগুলোকে একীভূত করে একধরনের রাজতন্ত্র কায়েম করতে চায়। এজন্যই জোটবিরোধী অবস্থান ও আরপিও সংশোধনের ইস্যুটি সামনে এসেছে।”

তিনি ব্যাখ্যা করেন, “যাদের নিজস্ব নিবন্ধন ও প্রতীক আছে, তারা যেন নিজ দলের প্রতীকেই নির্বাচনে অংশ নেয়—এটাই সরকারের অবস্থান। সরকারের যুক্তি হলো, ছোট দলগুলো সবসময় বড় দলের ছায়ায় রাজনীতি করে, ফলে তারা স্বাধীনভাবে বিকশিত হতে পারে না। তাই এবার প্রত্যেককে নিজের প্রতীকেই লড়তে বলা হয়েছে।”

রুমিন ফারহানা বলেন, “সরকারের বক্তব্যের মধ্যে কিছুটা যৌক্তিকতা আছে। তবে এটাও সত্য, বড় দলগুলো ছোট দলগুলোকে নিজেদের শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আবার ছোট দলগুলোরও সংসদে যাওয়ার আগ্রহ থাকে, যা তাদের বড় জোটের সঙ্গে থাকতে প্ররোচিত করে।”

তিনি আরও বলেন, “বিএনপি স্পষ্টভাবে বলেছে, শেষ মুহূর্তে আরপিও সংশোধন অনেকের প্রত্যাশাকে আঘাত করেছে। যারা বছরের পর বছর বড় দলের সঙ্গে কাজ করেছে, তাদেরও সংসদে যাওয়ার আশা থাকে। এটা তাদের রাজনৈতিক বাস্তবতার অংশ। তবে এই বাস্তবতা রাজনীতিতে বৈচিত্র্য ও স্বাধীন চিন্তার বিকাশকে বাধাগ্রস্ত করছে।”

শেষে রুমিন ফারহানা আক্ষেপ করে বলেন, “আজকের রাজনীতি এমন এক জায়গায় চলে গেছে, যেখানে শালীনতা, আদর্শ আর নৈতিকতা হারিয়ে যাচ্ছে। রাজনীতি এখন এমন এক ময়লা জায়গা, যেখানে যারা আদর্শ নিয়ে কাজ করতে চায়, তারা পিছিয়ে পড়ছে। সমাজকে যদি সত্যিকার অর্থে বদলাতে হয়, তাহলে রাজনীতিকে আবার মর্যাদার জায়গায় ফিরিয়ে আনতে হবে।”

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator