রাজনীতি আর সন্ত্রাসবাদ ভিন্ন
রাজনীতি আর সন্ত্রাসবাদ ভিন্ন। এটা দুই মেরুর ভিন্নতা, যা মনে করতে পারেন আকাশ পাতাল দুরত্ব। অথচ আজকের বাংলাদেশে, যেন সন্ত্রাসবাদ একটা সংস্কৃতি রুপে আশিন।
রাজনীতিঃ আপন স্বার্থ ত্যাগ করে, দেশ ও জাতির মঙ্গলে কাজ করাই হলো রাজনীতি।
এর বাহিরে যদি কেউ রাজনীতির অর্থ বলে, সেটা তার পার্সোনালিটি।
খুন, গুম, হত্যা ও চাঁদাবাজি টেন্ডার বাজি, এসব কোন রাজনীতির উপাদান না,
এরপরও যদি কেহ বা কোন দলের কর্মী সন্ত্রাস করে, আর সে দলের নেতারা বলে এটা ভুল।
তাহলে সেই ব্যাক্তি বা দল কখনো রাজনীতি করার অধিকার রাখে না।