close

লাইক দিন পয়েন্ট জিতুন!

রাজেন্দ্রপুর এলাকার কুখ্যাত ডাকাত সেলিম গ্রেফতার।

RAJU HOSSAIN avatar   
RAJU HOSSAIN
****

রাজু হোসেন নিজস্ব প্রতিবেদক

 

গাজীপুর মহানগরীতে ৩৩ লাখ টাকার স্বর্ণালংকার ডাকাতির অপরাধে রাজেন্দ্রপুর এলাকার কুখ্যাত ডাকাত সেলিমকে গ্রেফতার করেছে জিএমপি সদর থানা পুলিশ। গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতার হওয়া সেলিম হলো, সদর থানার নান্দুয়াইন এলাকার মকবুলের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ ভাওয়াল জাতীয় উদ্যান সহ আশপাশ এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতের সাথে জড়িত। তার কর্মকাণ্ডে স্থানীয়রা অতিষ্ঠ ও জিম্মি। 

 

জানা যায়, নগরীর ২২ নং ওয়ার্ডের তুলশীভিটা এলাকার বাসিন্দা মেহেদী হাসান মিলন স্ব-পরিবারে ঘুমন্ত অবস্থায়

গত ৯ জুলাই রাত ৩ টার দিকে সেলিমসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের ডাকাত পিস্তল, রামদা, ছুরি, চাকু ইত্যাদি অস্ত্র- শস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীর মেইন গেইটের সাথে লাগানো তালা কেটে গেইট খুলে বসত বাড়ীর ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা রুমে থাকা গামছা এবং তোয়ালে ছিড়ে মিলনসহ তার পরিবারের সকলের হাত, পা, মুখ, চোখ বেঁধে রুমের ভেতরে ফেলে রাখে। ০১ জন ডাকাত ধারালো ছুরি দিয়ে মেহেদী হাসানের মায়ের বাম হাতে কোপ মেরে ০৪টি আঙ্গুলে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বসত ঘরের ভেতর থেকে ৩৩ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল লুণ্ঠন করে নিয়ে যায়। এঘটনায় মেহেদী হাসান মিলন বাদী হয়ে দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় সদর থানায় ৩৭ নং মামলাটি দায়েরের পর ওসি তদন্ত মোঃ সিদ্দিক হোসেন মামলাটি তদন্তের দায়িত্ব গ্রহণ করেন। তদন্তকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে জিএমপি অপরাধ উত্তর বিভাগের উপ পুলিশ কমিশনার রবিউল হাসান, এডিসি রবিউল ইসলাম ও সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলমের দিক নির্দেশনায় সদর থানার ওসি মেহেদী হাসান ও ইন্সপেক্টর সিদ্দিক হোসেনের নেতৃত্বে চৌকস এসআই কামরুল হাসানের নিরলস প্রচেষ্টায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ডাকাতির ঘটনায় জড়িত কুখ্যাত ডাকাত সেলিমকে রাজেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ সেলিম ডাকাতির ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, দীর্ঘদিন যাবৎ আন্তঃ জেলা ডাকাত চক্রের সাথে জড়িত থেকে সদর থানা এলাকায় ডাকাতি করে থাকে। গ্রেফতারকৃত আসামী মোঃ সেলিম এর বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে। 

 

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, এ মামলাটি তদন্তাধীন এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

कोई टिप्पणी नहीं मिली