close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজধানীতে অভিযান: বিপুল পরিমাণ গাঁজাসহ একজন আটক

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
ঢাকার রমনা এলাকায় অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা ও একটি কাভার্ড ভ্যানসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে রাজধানীতে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছি..

 রাজধানীর রমনা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি গাঁজা জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। এ ঘটনায় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানসহ একজনকে আটক করা হয়েছে।

 

ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার কিছু আগে কাকরাইল মসজিদসংলগ্ন সড়কে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন সন্দেহভাজনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান।

 

আটক ব্যক্তির নাম মহিউদ্দিন মফিজ (৪৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীতে সরবরাহ করে আসছিলেন। উদ্ধারকৃত মাদকের চালানটিও বিক্রয়ের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানিয়েছেন তিনি।

 

ডিবি-উত্তরা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

没有找到评论


News Card Generator