close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজধানীর মতিঝিলে আবাসিক ভবনে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে..

Jahid sumon Crime Correspondent avatar   
Jahid sumon Crime Correspondent
****

ঢাকার মতিঝিল এলাকায় শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে অবস্থিত একটি তিনতলা আবাসিক ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের টানা এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

 

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রথম ইউনিট সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। চূড়ান্তভাবে সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

 

ঘটনাস্থলে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট কাজ করেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এছাড়া, হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো তথ্য নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

 

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

 

 

No comments found