close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার..

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****



নাফিজ আহমেদঃ রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাব-১০ এর অভিযানে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব সূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুর ক্যাম্পের সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাউলজানি এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় শহিদ শেখের (৫৮) বসতঘরের সামনে খড়কুটোর স্তুপ তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওয়ান শুটার গান ও গুলি তাৎক্ষণিকভাবে জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১০ জানায়, সন্ত্রাস ও অপরাধ দমনে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযান এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

No comments found