রাজবাড়ীতে চাঁদাবাজি ও হামলার অভিযোগে মানববন্ধন

Nafiz Ahamed avatar   
Nafiz Ahamed
****


নাফিজ আহমেদঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইতালি প্রবাসী মোঃ মাসুম শেখকে মারধর ও ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতা পিতা-পুত্রসহ ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মামলাটি সোমবার (১৮ আগস্ট) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বালিয়াকান্দি আমলী আদালতে দায়ের করেন মাসুম শেখের স্ত্রী, বালিয়াকান্দি কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তার।
মামলার আসামীরা হলেন:
খন্দকার মশিউল আজম চুন্নু (সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক)
খন্দকার শফিউল আজম শিবলু (চুন্নুর ছেলে, ছাত্রদল নেতা)
খন্দকার শোভন আরেফিন
নাজমুল হাসান বিপু
সহেল শেখ
মোঃ নান্নু বিশ্বাস
মোঃ মহসীন খান (ইউপি সদস্য ও বিএনপি নেতা)
উজ্জল দাস
অভিযোগে বলা হয়েছে, মাসুম শেখ ২০০৭ সালে ইতালিতে গিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন। দেশে ফিরে ১৫ আগস্ট শুক্রবার জুম্মার নামাজ শেষে পিতার কবর জিয়ারতের পথে চুন্নু, শিবলু ও সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। দিতে অস্বীকার করলে তাঁকে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করা হয়। স্থানীয় পুলিশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মামলার পর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে চুন্নুসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মাসুম শেখ, তার স্ত্রী পলি আক্তার, জিএম মোর্শেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার জালিয়াতি ও ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। অভিযোগমূলকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, মামলাটি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আনা হবে।

No comments found