ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—দুইজন মাদক ব্যবসায়ী কাঁচা রাস্তার ওপর গাঁজা বিক্রি করছে। খবর পেয়ে রাত ১২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মোঃ আল আহাদ অপু (১৯) ও মোঃ ইসমাইল (২০) নামে দুই যুবককে আটক করে।
তল্লাশিতে আল আহাদ অপুর প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা এবং ইসমাইলের প্যান্টের পিছনের বাম পকেট থেকে একইভাবে মোড়ানো আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মোট ২০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।