close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রাবার ড্যামে ডুবে নিখোঁজ জলিলের লাশ উদ্ধার 

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরের বহরা ইউনিয়নে'র সোনাই নদীর রাবার ড্যামে পানিতে নেমে নিখোঁজ জলিলের লাশ আজ সোমবার (৯ জুন) উদ্ধার করা হয়েছে।সকালে রাজাপুরের  আখালিয়া এলাকায় লাশটি নদীতে ভাসতে দেখে স্থাণীয়রা এটি উদ্ধার করে।খবর পেয়ে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যারা সেখানে যান।এসআই অঞ্জন তালুকদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (৮ জুন) দুপুরে বন্ধুদের সাথে রাবার ড্যামে বেড়াতে গিয়ে পানিতে নেমে নিখোঁজ হয় বুল্লা ইউনিয়নের মাহমুদপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে জলিল।খবর পেয়ে ফায়ার স্টেশনের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করেও জলিলের কোনো সন্ধান পায়নি। আজ সোমবার আবারও তল্লাশি করার কথা জানিয়েছিলেন ফায়ার স্টেশনের সাব অফিসার তোফাজ্জল হোসেন।

Nenhum comentário encontrado


News Card Generator