close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

রায় দ্রুত কার্যকর চান মেজর সিনহার বোন!

Abir Hossain Sun avatar   
Abir Hossain Sun
রিপোর্টার:আবির হোসেন সান (কক্সবাজার)

বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকর চেয়েছেন মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস।

সোমবার (২ জুন) হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন

শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ‘হাইকোর্টের রায়টি ঐতিহাসিক। এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা চাই, সব প্রক্রিয়া শেষে দ্রুত যেন রায়টা কার্যকর করা হয়।’

এর আগে সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক মো. লিয়াকত আলীকে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। একইসঙ্গে ৬ আসামির যাবজ্জীবন দণ্ড বহাল রাখেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামির ৫০ হাজার টাকার জরিমানার আদেশ বহাল রাখা হয়।

যাবজ্জীবন বহাল থাকা আসামিরা হলেন— টেকনাফ থানার সাবেক এসআই নন্দদুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, কক্সবাজারের বাহারছড়ার মারিশবুনিয়া গ্রামের মো. নুরুল আমিন, মোহাম্মদ আইয়াজ ও মো. নিজাম উদ্দিন।

আসামিদের আপিল খারিজ করে বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান রায়ের মূল অংশ পাঠ করে শোনান।

لم يتم العثور على تعليقات


News Card Generator