সিরাজগঞ্জ সদর প্রতিনিধি: ১৬ জুলাই ২০২৫, বুধবার সিরাজগঞ্জে মসজিদের ইমাম ও খতিবদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু। বুধবার (১৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহরের এসএস রোডে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় পৌর এলাকার অন্তর্গত ২১৯টি মসজিদের ইমাম ও খতিবরা অংশ নেন। বিশেষ এ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য, রাজশাহী বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
তিনি বলেন, "বিএনপি একটি ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিলেন এবং মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাষ্ট্রের মূলনীতি হিসেবে স্থাপন করেছিলেন। আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হই, তবে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ ইসলামের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবো।"
সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “গত ১৭ বছর আমরা নির্যাতনের মধ্যে ছিলাম। কারও কিছু বলার অধিকার ছিল না। আজ আমরা ইমাম-খতিবদের সাথে বসে সত্য কথা বলার সাহস পেয়েছি। ইনশাআল্লাহ, ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন হবে, এবং আমাদের প্রিয় নেতা, সিরাজগঞ্জের গর্ব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাঁকে সিরাজগঞ্জের মন্ত্রী বানাতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় আলেম-ওলামাগণ।
এই আয়োজনের মাধ্যমে বিএনপি ইসলামি মূল্যবোধ ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি তাদের অঙ্গীকার ও সংহতির বার্তা পৌঁছে দেয় বলে মতপ্রকাশ করেন অংশগ্রহণকারীরা।