close

লাইক দিন পয়েন্ট জিতুন!

"জয়তীর" ফল উৎসব যশোরের মায়েদের নিয়ে

সুভাষ মজুমদার avatar   
সুভাষ মজুমদার
যশোরে জয়তী সোসাইটির উদ্যোগে মায়েদের ফল খাওয়া উৎসবের আয়োজন করা হয়।

 

যশোরে জয়তী সোসাইটির উদ্যোগে মায়েদের ফল খাওয়া উৎসবের আয়োজন করা হয়। শনিবার সংস্থার নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই ফল উৎসব।এতে সভাপতিত্ব করেন ষাটোর্ধ্ব নারীসেবা কর্মসূচির সভাপতি নূরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। শুভেচ্ছা বক্তৃতা করেন জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস ।

এ সময় উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা, প্রোগ্রাম ম্যানেজার রোকনুজ্জামান, হারুন অর রশিদ, ম্যানেজার (রিসার্স এন্ড ডেভেলপমেন্ট) সুদীপ্ত প্লাবন, নির্বাহী সদস্য মমতাজ বেগম, সিরিয়া সুলতানা রিনা, জাহানারা বেগম, মনিরা বেগম, মিনারা পারভীন, রেহেনা পারভীন, হাসিনা বেগম রিতা ও রিনা খাতুন।অনুষ্ঠানে মায়েদের আম, কাঁঠালসহ বিভিন্ন মৌসুমি ফল, চিড়া, দই, মুড়ি ও মিষ্টি খাওয়ানো হয়। এছাড়া, প্রত্যেক মাকে দু’কেজি করে আম দেয়া হয়। ১০০ জন মা ফল উৎসবে যোগ দেন। এ সময় ৩০০ জন মায়ের বাড়িতে ফল পৌঁছে দেয়া হয়।অনুষ্ঠান পরিচালনা করেন জয়তী সোসাইটির ইউনিট ম্যানেজার বর্ণালী সরকার।

कोई टिप्पणी नहीं मिली