close

লাইক দিন পয়েন্ট জিতুন!

‎"ফেনীর পাঁচগাছিয়ায় পরিত্যক্ত স্থানে ৬ বছরের শিশুর ম’র-দে-হ উ’দ্ধা’র"..

Monsur Alam avatar   
Monsur Alam
‎"ফেনীর পাঁচগাছিয়ায় পরিত্যক্ত স্থানে ৬ বছরের শিশুর ম’র-দে-হ উ’দ্ধা’র"

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের সোনালী ব্রিকস ফিল্ড এলাকা থেকে ৬ বছরের এক শিশুর ম’র-দে-হ উ’দ্ধা’র করেছে পুলিশ।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে শিশুটি নিখোঁজ হয়। রাত সাড়ে ১২টার দিকে ব্রিকস ফিল্ডের একটি পরিত্যক্ত ট্যা-ংকি থেকে তার ম’র-দে-হ উ’দ্ধা’র করা হয়।

‎ঘটনায় জড়িত সন্দেহে রাসেল (১৮) নামের এক যুবককে পুলিশ আ’ট’ক করেছে।

‎এলাকাবাসী অভিযোগ করছে, শিশুটিকে নির্যা-তনের পর হ’ত্যা করা হয়েছে। তারা এ ঘটনার সুস্থ ত’দ’ন্ত ও দোষীদের কঠোর শা-স্তি দাবি করেছেন।

‎পুলিশ জানিয়েছে, ম’র-দে-হ ম’য়-না-ত’দ’ন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Nema komentara