"চট্টগ্রাম উত্তর বন বিভাগের বনাঞ্চল পরিদর্শনে বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম"..

MOHAMMAD JAMSHED ALAM avatar   
MOHAMMAD JAMSHED ALAM
বনাঞ্চল পরিদর্শনে বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম

মোহাম্মদ জামশেদ আলম,

সীতাকুণ্ড প্রতিনিধি :

 
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভিন্ন রেঞ্জ, বন বিট ও মাঠপর্যায়ের বন বাগান দিনব্যাপী পরিদর্শন করেছেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিম। রোববার (১০ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এ পরিদর্শনে তিনি সৃজিত বন বাগানের সার্বিক অগ্রগতি ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেন।

দিনের শুরুতে বন সংরক্ষক নারায়ণহাট রেঞ্জ কার্যালয় পরিদর্শন শেষে বালুখালী বন বিট ও দাঁতমারা বন বিট অফিসে যান। এ সময় তিনি প্রতিটি বিট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নেন এবং বালুখালী বিটে একটি হরিতকি গাছের চারা রোপণ করেন।

পরবর্তীতে তিনি Sustainable Forests and Livelihoods (SUFAL) প্রকল্পের অর্থায়নে বালুখালী ও দাঁতমারা বন বিটে সৃজিত বন বাগান সরেজমিনে পরিদর্শন করেন।

দুপুরে হাসনাবাদ রেঞ্জ কার্যালয় পরিদর্শন শেষে তিনি অফিস প্রাঙ্গণে একটি সিভিট গাছের চারা রোপণ করেন এবং একই প্রকল্পের আওতায় সৃজিত হাসনাবাদ বন বাগান ঘুরে দেখেন। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি করেরহাট রেঞ্জের হেয়াকো বন বিট অফিসে যান এবং সেখানে চলমান কার্যক্রমের খোঁজখবর নেন।

বন সংরক্ষক সৃজিত বন বাগান ও উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করেন এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন। তিনি বাগানের সঠিক তদারকি, টহল কার্যক্রম বাড়ানো এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম. কায়চার, সহকারী বন সংরক্ষক(করেরহাট) মোহাম্মদ হারুন অর রশীদ, নারায়ণহাট রেঞ্জ প্রশিক্ষণার্থী সবস খাঁন মো. আবরারুর রহমান, নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা মো. আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তারা ও স্টাফবৃন্দ।

لم يتم العثور على تعليقات