"বর্ষা এলেই ভোগান্তি: ইয়াকুবপুরে চলাচলের রাস্তায় নরক যন্ত্রণা"..

Monsur Alam avatar   
Monsur Alam
"বর্ষা এলেই ভোগান্তি: ইয়াকুবপুরে চলাচলের রাস্তায় নরক যন্ত্রণা"

ফেনী জেলার দাগনভূঁইয়া থানার অন্তর্গত ৫নং ইয়াকুবপুর ইউনিয়নের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত একটি কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ইউনিয়নের চৌমুহনী বাজার থেকে শুরু করে ফেনী জেলার শেষ সীমানা পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই করুণ যে, বর্ষাকালে সে রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

‎স্থানীয়দের অভিযোগ এই রাস্তাটির পাশ দিয়ে প্রতিদিন শত শত দিন মজুর,স্কুল, কলেজ, নুরানী মাদ্রাসার শিক্ষার্থী, কৃষক ও রোগী যাতায়াত করেন। বর্ষার সময় সামান্য বৃষ্টিতেই কাদায় রূপ নেয় পুরো রাস্তা। কয়েকদিন আগে আমজাদ ভূঁইয়া বাড়ির প্রবীণ বাসিন্দা নূর মোহাম্মদ গুরুতর অসুস্থ হলে হাসপাতালে নেয়ার জন্য সিএনজি তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। কয়েকজন মিলে ধরাধরি করে  তাঁকে সিএনজিতে তুলে নেয়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যারা চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রতিস্রুতি দিয়েও রাস্তার কোন সংস্কার কাজ করা হয়নি। বর্তমান রাস্তার কিছু চিত্র তুলে ধরা হলো।

‎স্থানীয় বাসিন্দা আতিকুল্লাহ জুলফিকার বলেন, “স্বৈরাচার আমলেই আশপাশের রাস্তাগুলো ইট দিয়ে সলিং করা হলেও, আমাদের এই রাস্তাটি বরাবরই অবহেলিত থেকেছে। ফেনী জেলার একেবারে শেষ সীমান্ত হওয়ায় আমাদের প্রতি এই বৈষম্য দীর্ঘদিন ধরে চলে আসছে।”

‎এলাকাবাসীর দাবি, বর্তমান সরকারের উন্নয়নের ধারা দেশের সর্বত্র ছড়িয়ে পড়লেও এই এলাকাটি এখনও সেই উন্নয়ন থেকে বঞ্চিত। তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাস্তাটি মাটি ভরাট ও ইট/পাকা রাস্তায় নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করে দেয়ার জন্য আহবান করেন। তা না হলে, শিক্ষা, চিকিৎসা ও কৃষিকাজসহ সাধারণ জীবন ব্যবস্থা চরমভাবে ব্যাহত হবে।

Keine Kommentare gefunden