"বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান" — জামালগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন অনুষ্ঠিত..

Abdus Samad avatar   
Abdus Samad
"বাঁচবে প্রাণ, স্বেচ্ছায় করি রক্তদান" — জামালগঞ্জে ফ্রি রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন অনুষ্ঠিত..

আব্দুস সামাদ আফিন্দী,জামালগঞ্জ::

  জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার মানিগাঁও পয়েন্টে স্বেচ্ছাসেবী সংগঠন আলোর প্রদীপ সমাজ কল্যাণ সংস্থা-এর উদ্যোগে এবং ব্লাড ব্যাংক জামালগঞ্জ-এর আয়োজনে গত ১৭ জুন (মঙ্গলবার) একদিনব্যাপী ফ্রি রক্তের গ্রুপ নির্ধারণ ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মাঝে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং রক্তদানের প্রতি উৎসাহ প্রদান, যাতে জরুরি সময়ে রক্তের সহজলভ্যতা নিশ্চিত করা যায় এবং একটি প্রাণ রক্ষা সম্ভব হয়। ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট অভিজ্ঞ মেডিকেল টিম উপস্থিত থেকে সেবাগ্রহণকারীদের রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তা করেন। এই সেবার মাধ্যমে আগ্রহীদের রক্তদাতা হিসেবে ব্লাড ব্যাংকের ডাটাবেজে অন্তর্ভুক্ত করার সুযোগও প্রদান করা হয়। উক্ত ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা করেছেন পর্তুগাল প্রবাসী ও সমাজসেবক মোঃ আব্দুল হালিম রুমেল। তিনি বলেন— "জীবন বাঁচানোর জন্য রক্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমাদের প্রত্যেকের উচিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা। এ ধরনের উদ্যোগ শুধু একজন নয়, বহু মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে। আমি সবসময় জামালগঞ্জবাসীর পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।" ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হিমেল আলীম, সাধারণ সম্পাদক তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক খোকন মিয়া, সহ-অর্থ সম্পাদক আব্দুস সামাদ আফিন্দী, ব্লাড ব্যাংক জামালগঞ্জ উপজেলা শাখারা মোঃ উজ্জল হোসেন,তৈয়বুর রহমান, সায়েম আহমেদ,মোস্তাক আহমদ, এমএ রহমান,আলী এহসান জুবেল, সদস্য আবু ইউসুফ নাঈম, লিটন মিয়া, জামিল প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক তারেক আহমেদ বলেন— "রক্তদান একটি মহৎ কাজ। আমরা চাই জামালগঞ্জে এমন একটি সমাজ গড়ে উঠুক, যেখানে কেউ রক্তের অভাবে জীবন হারাবে না। এই লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান থাকবে।" এই ক্যাম্পেইন জামালগঞ্জে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

没有找到评论


News Card Generator