close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পুটাইলে জুমার নামাজ শেষে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করলেন ড. রফিকুল ইসলাম খান..

Md Jibon Hossain avatar   
Md Jibon Hossain
****

মানিকগঞ্জ সদর উপজেলার নবযুক্ত ইউনিয়ন পুটাইল-এ শুক্রবার (১৭ অক্টোবর) জুম্মার নামাজ আদায় করেন সাটুরিয়ার কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা, গরীব দুঃখী মানুষের আস্থার প্রতীক এবং পরিচ্ছন্ন সমাজসেবক ড. রফিকুল ইসলাম খান

তিনি পুটাইল হাট জামে মসজিদে স্থানীয় মুসল্লিদের সঙ্গে একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি এলাকার ময়মুরুব্বী, ব্যবসায়ী ও তরুণ সমাজের সঙ্গে এলাকার উন্নয়ন, সমাজকল্যাণমূলক কার্যক্রম ও সাম্প্রতিক জনজীবনের নানা ইস্যু নিয়ে মতবিনিময় করেন।

স্থানীয়রা জানান, ড. রফিকুল ইসলাম খান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে মানবসেবা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁর আগমন এবং মতবিনিময় সভাকে ঘিরে এলাকায় এক অনন্য উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ময়মুরুব্বীরা তাঁকে পুটাইলের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।

Nenhum comentário encontrado


News Card Generator