close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা: সাম্প্রদায়িক সম্প্রীতির অঙ্গীকার..

Md Uzzal Mia avatar   
Md Uzzal Mia
নেত্রকোনার পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।..

নেত্রকোনার পূর্বধলায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের সঙ্গে এক হৃদ্যতাপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা পূজা উদযাপন কমিটি ও পূর্বধলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে দৃঢ় বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং নেত্রকোনা–৫ (১৬০) আসনের ধানের শীষে মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব আবু তাহের তালুকদার। তিনি বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়াই আমাদের লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু তরুণ কুমার রায়। সভা সঞ্চালনা করেন কমিটির সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষ।

বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই এই মিলনমেলার মূল উদ্দেশ্য।

সভা শেষে শান্তি, সহাবস্থান ও মানবিক পূর্বধলা গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

没有找到评论


News Card Generator