close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পটুয়াখালীর কলাপাড়ায় লোকমান সরদার (৩৫) নামে এক দর্জি দোকানি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারসংলগ্ন একটি ভাড়া বাসা থ..

লোকমান সরদার উপজেলার পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। জীবিকার জন্য  পাখিমারা বাজারে একটি টেইলার্সের দোকান পরিচালনা করতেন তিনি।

মৃত্যুর আগে রেখে যাওয়া চিরকুটে লোকমান লিখেছেন, তার স্ত্রী সবসময় টাকা নিয়ে বিরক্ত করতেন এবং তাকে যথাযথ সম্মান দিতেন না। তিনি অভিযোগ করেছেন, স্ত্রী তাকে মিথ্যা ভালোবাসতেন এবং টাকার অভাবে একদিন তাকে ছেড়ে যাবেন—এমন শঙ্কাই তাকে মানসিকভাবে ভেঙে দেয়।

চিরকুটে তিনি আরও লিখেছেন: “আমি শেষ চেষ্টা করেছি, পারিনি। আমার সব টাকা শেষ। তাই আর বেঁচে থাকার কোনো মানে নেই। সবাই আমাকে খারাপ ভাবে, এমনকি যেখানে ভাড়া থাকি তারাও বলে আমি চোর। এসব আর সহ্য করতে পারছি না। তাই আমি মরে গেলাম। সবাই ভালো থাকবেন।”

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান শেষে লোকমান রাতে ভাড়া বাসায় ফেরেন। পরবর্তীতে পরিবারের লোকজন ডাকাডাকি করেও কোনো সাড়া না পেলে ঘরে প্রবেশ করে দেখেন তিনি সিলিং ফ্যানে ওড়না দিয়ে ঝুলছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
লোকমানের মৃত্যুতে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি ছিলেন শান্ত-স্বভাবের ও পরিশ্রমী মানুষ। তার এমন মৃত্যুতে তারা হতবাক।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

No comments found