close

লাইক দিন পয়েন্ট জিতুন!

পটুয়াখালীতে নিজে এবং ১৯ মাস বয়সের শিশু  ইয়ামিনকে বিষ খাওয়ালো গর্ভবতী মা। ..

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
স্টাফ রিপোর্টার :
প্রকাশিত : ০১ : ৩১ এএম,০২ জুন ২০২৫

পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গেল এক হ্রদয় বিদারক ঘটনা  বরগুনা জেলার আমতলী উপজেলার কলাগাছিয়া গ্রামের দুলাল হাওলাদার এর মেয়ে নুপুর বেগম এর পরিবার মুঠোফোনে অভিযোগ করেন, দীর্ঘ বছর যাবত নুপুরের স্বামী একই গ্রামের ইউসুফ হাওলাদার এর ছেলে সুজন হাওলাদার নানা ধরনের শারীরিক,  মানষিক নির্যাতন করে আসছিল গত ২১ এপ্রিল ২০২৫ সুজন নুপুরকে একতরফা ভাবে তালাক দেন। যার কারণে নুপুর আমতলীতে মামলা দায়ের করেন পরে স্বামী সুজন হাওলাদার হাজিরা দিলেই জামিন হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে চার মাসের গর্ভবতী নুপুর নিজে বিষ খেয়ে ১৯ মাসের শিশু ইয়ামিন কেও বিষ খাওয়ায় পরে আমতলী হাসপাতাল কতৃপক্ষ পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে রেফার করেন। নুপুরের স্বামী সুজন হাওলাদার ও তার বোন কহিনুর বেগম তালাক ও জামিনের সত্যতা স্বীকার করে নিজেদের নির্দোষ দাবি করেন। পটুয়াখালী সদর থানার ওসি  মোঃ ইমতিয়াজ আহমেদ জানান,  আমরা হাসপাতাল কতৃপক্ষ কে ফোন দিয়ে শিশু ও তার মায়ের জন্য সুচিকিৎসার জন্য বলেছি। পরবর্তীকালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ  বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে খবর পাওয়া গেছে।

কোন মন্তব্য পাওয়া যায়নি