close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালী যুব খেলাফত মজলিসের পরিচিতি সভা ।

মুহাম্মাদ রাকিব avatar   
মুহাম্মাদ রাকিব
****

স্টাফ রিপোর্টার :
আই নিউজ ডেস্ক
প্রকাশিত :  ১১:২০ এএম, ২৪ এপ্রিল ২০২৫
বাংলাদেশ যুব খেলাফত মজলিস,  পটুয়াখালী সদর উপজেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা আজ সকাল ১০:০০ টায় মারকাযুল উলুম আল ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পটুয়াখালী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে  সাধারন সম্পাদক মাওলানা মুহাম্মদ
 রাকিবুল ইসলামের সঞ্চলনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন আফছারী।  তিনি বলেন , মাঠ পর্যায়ে যুবকদের মাঝে সংগঠনের আদর্শ,  ভাবমূর্তি,  দেশপ্রেম তুলে ধরতে কার্যকরী পদক্ষেপ নেয়াই এই পরিচিতি সভার উদ্দেশ্য।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  মাওলানা হাবিবুল্লাহ,  মাওলানা আবু সাঈদ,  মাওলানা কেফায়েতুল্লাহ,  হাফেজ বায়েজিদ হোসেন,  মওলানা জাহিদুল ইসলাম,  হাফেজ রাকিবুল ইসলাম,  আই নিউজ এর স্টাফ রিপোর্টার মুহাম্মদ রাকিব সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমূখ ।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator