মেয়াদোত্তীর্ণ হওয়ায় পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী যুবদলের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। রোববার (২৩ জুন ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম।বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের যৌথ সিদ্ধান্তক্রমে পটুয়াখালী জেলা যুবদলের কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।এ বিষয়ে আগামী দিনে নতুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা কেন্দ্র থেকে প্রদান করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
close
লাইক দিন পয়েন্ট জিতুন!
প্রকাশিত : ১৭:২৮ পিএম, ২৩ জুন ২০২৫
Geen reacties gevonden



















