close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

পটুয়াখালী বাউফল উপজেলা শাখা খেলাফত মজলিসের ২৫ ও ২৬ কমিটি গঠন..

Md Emran Hossain avatar   
Md Emran Hossain
Md Emran Hosen

খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন।
সভাপতি - মোহাম্মদ মোহেব্বুল্লাহ
সেক্রেটারি - জাকির হোসাইন 

(বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসাইন )
আজ ০২/০৪/২৫ শুক্রবার খেলাফত মজলিস ২০২৫-২৬ শেসনের জন্য বাউফল উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন হয় 

শাখা সভাপতি মাওলানা মোহাম্মদ  মোহিব্বুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্বাচন পরিচালনা করেন 
পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক  মোঃ কামরুল আহসান।
শুরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫_২৬ শেসনের জন্য পুণরায় সভাপতি নির্বাচিত হন মাওলানা মোহাম্মদ মোহিব্বুল্লাহ। 
সেক্রেটারি নির্বাচিত হন মাওলানা মুঃ জাকির হোসাইন। 
সেক্রেটারি মাওলানা জাকির হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা  সহ সাধারণ সম্পাদক মাওলানা আইউব বিন মুসা।
এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা শাহাবুদ্দিন আল মামুন, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল সহ-সভাপতি জনাব আবু তাহের মোঃ আমিরুল্লাহ, 
সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, বায়তুলমাল সম্পাদক নুরুল আমিন আজাদী,
সমাজকল্যাণ সম্পাদক মাস্টার ইকবাল হোসেন,
প্রচার সম্পাদক মাওলানা  জসীম উদ্দীন,
 অফিস সম্পাদক মাওলানা আব্দুল করিম প্রমুখ।

Không có bình luận nào được tìm thấy