close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার..

Ranajit Barman avatar   
Ranajit Barman
****

পশ্চিম সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ পশ্চিম সুন্দরবনের কেয়াখালী খাল এলাকা থেকে হরিণ শিকারের উদ্দেশ্যে চোরা শিকারীদের পেতে রাখা ফাঁদের দড়ি উদ্ধার করেছে বনবিভাগ।  

বৃহস্পতিবার(৭ আগষ্ট) বিকালে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী ষ্টেশনের ফরেষ্টারবৃন্দ নিয়মিত টহলের সময় দড়ি গুলি দেখতে পেয়ে উদ্ধার করেন।

বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ সুত্রে প্রকাশ, হরিণ শিকারের উদ্দেশ্যে চোরা শিকারিরা কেয়াখালী খালের পাশে বিশেষ কৌশলে এই ফাঁদ পেতে রেখে ছিল। তবে টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরা শিকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।  পরবর্তীতে বনবিভাগ কর্তৃপক্ষ ফাঁদ বা ফাঁদের দড়ি গুলি উদ্ধার করে বনবিভাগ অফিসে এনে ধব্বংস করা হয়।  

বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন বনরক্ষায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে।  হরিণ শিকারের বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে।  তিনি বলেন নিয়মিত টহলের অংশ হিসাবে টহল দিতে গিয়ে ফাঁদ গুলি উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।  

ছবি- পশ্চিম সুন্দরবনে বনবিভাগ কর্তৃক চোরা শিকারী দ্বারা হরিণ শিকারের  উদ্দেশ্যে পেতে রাখা ফাঁদের দড়ি উদ্ধার।  

 

No comments found