close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

প্রতারণার নতুন এক ফাঁদ, ভুয়া আইন সহায়তা কারি

হাবিবুর রহমান avatar   
হাবিবুর রহমান
প্রকাশ্যে প্রতারনা ভুক্তি ভোগিরা দিশেহারা দেখার কেউ নেই

নাম, এবি বাদল তার গ্রামের বাড়ি কুমিল্লা, বর্তমান ঠিকানা:ঢাকা মানিক নগর ,নিউ মডেল স্কুলের সামনে একটি ফ্ল্যাটে তার পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন মোবাঃ০১৭১৬৮০৩৬১৫ এই মোবাইল নাম্বারটা ব্যাবহার করে দিনের পর দিন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা বিভিন্ন মামলার আসামিকে জামিন পায়িয়ে দেয়ার কথা বলে টাকা নেয় এমনকি ঢাকা হাইকোর্ট সোপ্রীমকোর্ট ও ঢাকা জজকোর্টে মামলা করিয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে, এমনকি লিগ্যাল নোটিশ পাঠাবে বলিয়া করছে প্রতারনা, আড়াইহাজার থেকে জয়নাল নামে এক ব্যক্তি বলেন আমি একজন ব্যাবসাই আমি সমাজে মাদকের বিরুদ্ধে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদক নির্মূলের জন্য র্্যলি বের করি আড়াইহাজার উচিৎ পুরা গ্রামের মাদক ব্যবসায়ীরা আমার উপরে ককটেল নিক্ষেপ করে, আমার একটি চোখ নষ্ট হয়ে যায় ,আমি নারায়ণগঞ্জ কোর্টে বিষ্ফোরক মামলা করে বিচার পাইনি, হটাৎ একদিন এক ব্যাক্তির সাথে আমার দেখা হলে উচ্চ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয় ,আমি এবি বাদলের সাথে মোবাইলে কথা বলি ,এবি বাদল হাইকোর্টে মামলা করিয়ে দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৬০,০০০ হাজার নেয়   ০২/০৮/২০২৩ সালে এবি বাদল আমাকে নারায়ণগঞ্জ কোর্ট থেকে সহি মুরি নকল উঠিয়ে দিতে বলে আমি আরো পাঁচ হাজার টাকা খরচ করে সহি মুরি নকল দিয়েছি,আজ ২০২৫ /সাল আমার মামলা করা হয়নি ,এবি বাদলের বাসায় কয়েক গেলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে আমার সাথে প্রতারণা করে আসছে, আমি প্রসাশনের দৃষ্টি আকর্ষন করছি এই প্রতারক কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি,

 

Nenhum comentário encontrado